মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১০ নভেম্বর ২০২৩ ১৫ : ২৯Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে ইংল্যান্ড। শনিবার বিদায় নেবে পাকিস্তান। ইডেনের ম্যাচ শুধুই নিয়মরক্ষার। কিন্তু তাসত্ত্বেও "থ্রি লায়ন্স"দের কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। তার অন্যতম কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানকে হারিয়ে টেবিলের মাঝামাঝি শেষ করতে চাইবেন বাটলাররা। একমাত্র তবেই চ্যাম্পিয়ন্স ট্রফি যোগ্যতা অর্জন করবে ইংল্যান্ড। তবে নিজেদের পারফরম্যান্সে যে তাঁরা চূড়ান্ত হতাশ, সেটা জানাতে দ্বিধা করলেন না ডেভিড মালন। এই প্রসঙ্গে ইংল্যান্ডের ওপেনার বলেন, "আমরা নিজেদের পারফরম্যান্সে খুবই হতাশ। কেউ এরকম হবে ভাবেনি। বাকিদের মতো আমরাও অবাক। যে কারণেই হোক না কেন, আমরা ভাল খেলতে পারিনি। আমরা দল হিসেবে পারফর্ম করতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে কালকের ম্যাচ জিততে হবে। আমাদের কাছে মর্যাদার লড়াই।" ভারতের মাটিতে ইংল্যান্ডের অধিকাংশ ক্রিকেটার আইপিএল খেলে। তাসত্ত্বেও এই ভরাডুবি কেন? এর কোনও ব্যাখ্যা নেই তাঁর কাছে। মালান বলেন, "ভারতে খেলার আমাদের প্রচুর অভিজ্ঞতা আছে। দলের অধিকাংশ ক্রিকেটারই এখানে অনেক খেলেছে। কিন্তু একই সময় একাধিক বড় প্লেয়ারের ব্যর্থতা দলীয় পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। তারওপর ধারাবাহিকতার অভাব ছিল। ৩-৪ জন ভাল খেলতে পারলেই এরকম রেজাল্ট হত না।"
দলের পাশাপাশি পাকিস্তান ম্যাচ ব্যক্তিগতভাবেও ডেভিড মালনের কাছে গুরুত্বপূর্ণ। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটার তিনি। কিন্তু বিশ্বকাপে দেশের সার্বিক ব্যর্থতায় দলের খোল-নলচে বদলে ফেলার দাবি উঠেছে। সেক্ষেত্রে বাতিলের খাতায় পড়তে পারেন ৩৬ বছরের বাঁ হাতি। তাই ইডেনেই জীবনের শেষ একদিনের ম্যাচ খেলতে হলে অবাক হবেন না ইংলিশ ক্রিকেটার। মালান বলেন, "আমি বর্তমানে অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছি। দলের বয়স্ক ক্রিকেটারদের মধ্যে আমি একজন। আমার ভবিষ্যতে কী আছে আমি জানি না। সেটা আমার ওপর নির্ভর করবে না দলের ওপর সেটাও জানি না। কাল ইংল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচ হতে পারে। বিশ্বকাপ মিটলে সেটা জানা যাবে। ইংল্যান্ডের হয়ে খেলাই আমার জীবনের সর্বস্ব। আমি কোনওদিন সেটা গোপন করিনি। যতদিন সম্ভব দেশের হয়ে খেলতে চাই। তবে একটা পর্যায়ের পর দলের কথা ভাবতে হয়। বিশ্বকাপ শেষ হলে পরিস্থিতি বোঝা যাবে।" চলতি বিশ্বকাপে বেন স্টোকস ছাড়া একমাত্র মালান শতরান করেছেন। গড় ৪৬.৬২। যা ইংল্যান্ডের অন্যান্য ব্যাটারের থেকে ভাল। তিনি নিজে মনে করেন, এখনও ইংল্যান্ডকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। কিন্তু মানসিকভাবে জায়গা ছাড়ার জন্য প্রস্তুত তিনি।
বিশ্বকাপে ডাহা ব্যর্থ হ্যারি ব্রুক। জেসন রয় চোট পেয়ে ছিটকে যাওয়ার পর প্রতিভাবান হিসেবে শেষ মুহূর্তে দলে সুযোগ পান। ব্রুকের চান্স পাওয়া নিয়ে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। কারণ একদিনের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স আহামরি ছিল না। যথারীতি বিশ্বকাপে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। তবে ব্রুকের পাশে দাঁড়ালেন মালান। দাবি, তরুণ ক্রিকেটারের ওপর অত্যধিক চাপ ছিল। মালান বলেন, "ব্রুক তরুণ ক্রিকেটার। ওর জন্য খারাপ লাগছে। প্রত্যাশার চাপ ছিল। যেন ও একাই ইংলিশ ক্রিকেটকে বাঁচাবে। ও সবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। এখনও শিখছে। আশা করি এই অভিজ্ঞতা থেকে ও শিখবে। ব্রুক প্রতিভাবান। আশা করব সব ফরম্যাটে ও ইংল্যান্ডের হয়ে ১০০ ম্যাচ খেলবে।" শুক্রবার সন্ধে ছটা থেকে ইডেনে চূড়ান্ত প্রস্তুতি সাড়ে ইংল্যান্ড দল। নেটে ব্যাট করেন রুট, স্টোকসরা। পিচ পরীক্ষা করতে দেখা যায় বাটলারকে। পাকিস্তানের প্র্যাকটিসের সময় ইডেনের গ্যালারি ফাঁকা থাকলেও, সন্ধেয় হাতেগোনা কয়েকজন সমর্থকের দেখা মেলে। তাঁদের সইয়ের আবদার মেটান বাটলার, রুটরা। আইপিএলে চূড়ান্ত সফল হলেও বিশ্বকাপে পুরো ফ্লপ। ইডেনে শেষটা ভাল করতে চাইবেন ইংল্যান্ডের নেতা।
ছবি: অভিষেক চক্রবর্তী
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
![](/uploads/thumb_32118.jpg)
তিন ফরম্যাটেই এবার ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ নিযুক্ত হলেন দু'বারের বিশ্বকাপজয়ী...
![](/uploads/thumb_32119.jpg)
তিন ফরম্যাটেই এবার ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ নিযুক্ত হলেন দু'বারের বিশ্বকাপজয়ী...
![](/uploads/thumb_32115.jpeg)
নতুন ভূমিকায় মহমেডানে ফিরলেন মেহরাজ, চাপ বাড়ল চের্নিশভের ওপর...
![](/uploads/thumb_32111.jpg)
কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচে ওয়াকওভার পেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
![](/uploads/thumb_32110.jpg)
ব্রিসবেন টেস্টের মাঝেই চোট পেয়ে বসলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার...
![](/uploads/thumb_32008.jpg)
জেমাইমার মারমুখী ৭৩, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলেন হরমনপ্রীতরা ...
![](/uploads/thumb_32004.jpg)
মহমেডান সেই সাদা-কালোই, মুম্বইয়ের কাছে ঘরের মাঠে হারল চের্নিশভের ছেলেরা ...
![](/uploads/thumb_32002.jpg)
১৬ বছরেই কোটিপতি, মহিলাদের আইপিএল নিলামে তাক লাগাল পাক বধের নায়িকা কমলিনী ...
![](/uploads/thumb_31986.jpg)
বুমরাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বড় বিতর্কে মহিলা ধারাভাষ্যকার, ফেরালেন মাঙ্কিগেট কেলেঙ্কারির স্মৃতি ...
![](/uploads/thumb_31978.jpg)
'নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়...', কামানদাগা শটে গোলের পর থেকে চলছে আলবার্তো বন্দনা ...
![](/uploads/thumb_319341734201091.jpg)
হায়দরাবাদ ম্যাচে ফ্রি টিকিট, সমর্থকদের নতুন বছরের বিশেষ উপহার গোয়েঙ্কার...
![](/uploads/thumb_31935.jpg)
হায়দরাবাদ ম্যাচে টিকিট ফ্রি, সমর্থকদের নতুন বছরের বিশেষ উপহার গোয়েঙ্কার...
![](/uploads/thumb_31929.jpg)
সন্তোষে দুরন্ত শুরু, জম্মু-কাশ্মীরকে বিধ্বস্ত করল বাংলা ...
![](/uploads/thumb_31926.jpg)
পিএসজি ছাড়ার আগে দুর্দান্ত পারফরম্যান্স, ফ্রান্সের বর্ষসেরা এমবাপে ...
![](/uploads/thumb_319281734194606.jpg)
দুরন্ত প্রত্যাবর্তন, দুই 'সুপার সাব' এর কেরামতিতে শেষ মিনিটে নাটকীয় জয় মোহনবাগানের...